
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে দুই চাঁদাবাজ-সহ ৩৪ গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি। গত ২৪ ঘন্টায় চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতারকৃতরা হলো- মোঃ হাসান আলী (৩৭) সে মহানগরীর মতিহার থানার কাজলা তালাইমারী এলাকার মোঃ গোলাম কিবরিয়ার ও মোঃ রিমন (২৭), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকার আলতাবের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, অভিযানে অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, বিভিন্ন অভিযোগে আরও ৩২ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৫জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩জন মাদক সংশ্লিষ্ট মামলার আসামি এবং বাকি ২৪জন অন্যান্য মামলায় অভিযুক্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।