তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া গ্রামের রমেস চন্দ্র সূত্রধর (মাস্টার) গাজীপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শেষ নিঃশ্বস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসখ্যা গুনগ্রাহী রেখে যান। শনিবার সকালে তাহার সৎকার সম্পন্ন করা হয়েছে।
তিনি শিক্ষক জীবনে আজমতপুর আদর্শ স্কুল এন্ড কলেজ ও পুনসহি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং জাংগালিয়া উচ্চ বিদ্যালয় ও তাঁরাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর দায়িত্ব পালন করেন।
শিক্ষকের মৃত্যুতে স্কুল-কলেজের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন।