বোয়ালখালীতে কাজী সড়ক ভেঙে যোগাযোগ বিছিন্ন।

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৩:১৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৩:১৮:১৩ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম। 

অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কধুরখীল এলাকার কাজী সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এতে করে দুর্ভোগ বেড়েছে স্থানীয়সহ সড়ক দিয়ে যাতায়ত করা প্রায় লক্ষাধিক মানুষ।

শুক্রবার (৮ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, সড়কটির দু’পাশে প্রায় অংশ ধসে গেছে। কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সড়কটির কিছু অংশ ভেঙে একেবারেই সরু হয়ে গেছে, যার কারণে দুটি সিএনজি অটোরিকশা একটি আরেকটিকে ক্রস করতে পারে না।

এই অবস্থায় গত দু’বছর ধরে সড়কটিতে কোন মেরামত বা সংস্কার কাজ হয়নি প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয়রা নিজ উদ্যোগে জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করে চালিয়েছে। কিন্তু বর্তমানে সড়কটি ভেঙে দুভাগে বিভক্ত হয়ে চলাচল বিছিন্ন হয়ে গেছে। এ সড়কটিতে একটি হাই স্কুল, দুটি কিন্ডারগার্টেন কয়েকটি মাদ্রাসা রয়েছে। প্রায় হাজার খানেক শিক্ষার্থী চলাচলের একমাত্র পথ এই সড়ক। এমন পরিস্থিতির ফলে শিক্ষার্থীদের চলাচল ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা চাকরিজীবী নুরুল আলন বলেন, সড়কের এমন অবস্থা আগেও ছিল কিন্তু গত সপ্তাহের বৃষ্টি ও জোয়ারের পানিতে পুরো সড়ক ভেসে গিয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় খুব কষ্ট হচ্ছে। গাড়িতে করে যাওয়া যাচ্ছে না। হেঁটে কষ্ট করে চলাচল করতেও সমস্যা হচ্ছে। জনপ্রতিনিধি না থাকায় এমন পরিস্থিতির কথা বা সমস্যাগুলো পৌরসভার প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আনা যাচ্ছে না।

পৌরসভার উপ- সহকারি প্রকৌশনী মো: কামরুজ্জামান বলেন, পৌর প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে অতি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে। এব্যাপারে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ জানান, সড়কটির ব্যাপারে তিনি অবগত হয়েছেন এবং পৌরসভার প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]