বরিশাল শেরেবাংলা মেডিকেল সহ স্বাস্থ্য খাতে সকল দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে চলছে বরিশাল ব্লকেড কর্মসূচি।

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৩:১৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৩:১৩:৫৯ অপরাহ্ন

মোঃ ইমতিয়াজ উদ্দিন সরদার, ক্রাইম রিপোর্টার।  

বরিশালে বেশ কয়েক দিন যাবত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সকল স্বাস্থ্যখাতে দূর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে বেশ কিছু দিন যাবত ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।

এতে তেমন কোনো সাড়া না পেয়ে তাদের আন্দোলনকে আরো বেগবান করতে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে বরিশাল ব্লকেড কর্মসূচি নেয়। তাদের এ আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিচ্ছেন এর ফলে আন্দোলনে আরো সম্প্রিক্ততা বাড়ছে। তবে ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যাত্রীরা।

আন্দোলনকারীরা দাবি করছেন, স্বাস্থ্য উপদেষ্টা মহাদয় এসে তাদের যৌক্তিক দাবি গুলো শুনে একটি উত্তম সিদ্ধান্ত নিবেন। আন্দোলন কারীরা তিনটি দফা দেয় তা হলো- ১. শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্ব সাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
 
2. স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতাল গুলোতে দূর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতা মূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে।

3. স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পূণরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]