নীলফামারীতে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১০:৫০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১০:৫০:০৫ অপরাহ্ন

জহুরুল ইসলাম - নীলফামারী প্রতিনিধি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা শাখার আয়োজনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৮আগস্ট) দুপুর ৩টা থেকে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মোটিভেশনাল স্পিকার এবং বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আল মামুন রাসেল। প্রধান আলোচক ছিলেন, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজিদুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন, “ফাঁকা ফুটবলকে সবাই লাথি মারে, কিন্তু পাথরকে কেউ লাথি মারতে পারে না। জীবনে ফাঁপা ফুটবল না হয়ে আদর্শ মানুষ হও, তাহলেই সফলতা তোমার দরজায় কড়া নাড়বে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির, জলঢাকা প্রেসক্লাব সভাপতি ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি কামারুজ্জামান, সাবেক জেলা সভাপতি রঞ্জু ইসলাম এবং সাব্বির আহমেদ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে কলম, চাবির রিং, ইসলামী বইসহ বিভিন্ন মূল্যবান উপহার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এই সংবর্ধনা কেবল সাফল্যের স্বীকৃতি নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার একটি উদ্যোগ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]