সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেয়া ঘাতক বাস চালককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:৪১:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:৪১:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেয়া ঘাতক বাস চালককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৬/৮/২০২৫ইং তারিখ বেলা ১২.৫৫ ঘটিকার সময় ঢাকা টু সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর সুনামগঞ্জ গামী সিএনজি অটোরিক্সা যার রেজিঃ নং-থ-১১-১৪২৬ ও সিলেট গামী একটি বাস যার রেজিঃ নং-সিলেট-ব-১১-০১১১ মুখোমুখী সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয়।

উক্ত দুর্ঘটনায়, সিএনজির যাত্রী সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী ১। আফসানা আক্তার খুশী (১৯), সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা ২। শফিক মিয়া (৭৩) ঘটনাস্থলে মৃত্যু বরণ করে এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩। ¯েœহা চক্রবর্তী (১৯) কে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনায় আহত সিএনজির চালকসহ অজ্ঞাতনামা ২জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর পরেই ঘাতক বাসচালক দ্রুত পালিয়ে যায়। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী ও সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানী এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ০৭ আগস্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২০.৪০ ঘটিকার সময় সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজি এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানার মামলা নং-১০, তারিখ-০৭/৮/২০২৫ইং, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর মূলে ঘাতক বাসচালককে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ঘাতক বাসচালক- জাকির আলম (৩৫), পিতা- আব্দুল কুদ্দুস আলী, সাং- মাহতাবপুর, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট। 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানায় হস্তান্তরের লক্ষ্যে আইনী কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]