গ্যাসের চুলার আগুনে পুড়ে গেলো একটি বসত ঘর।

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:২৮:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:২৮:০৬ পূর্বাহ্ন

মোঃ শাহিন হাওলাদার, মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের বাজার সংলগ্ন মো: সরোয়ার খানের বসত ঘর গ্যাসের চুলা থেকে আগুন লেগে পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল  ১০:৩০ ঘটিকায় রান্নার পরে গ্যাসের চুলা বন্ধ না করায় চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো বসত ঘরটি পুড়ে যায়।

আগুনে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল সামগ্রী সম্পূর্ণভাবে পুরে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় এবং প্রাথমিক ভাবে কিছুটা নিয়ন্ত্রণে আনার পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। 

এই ঘটনার, পর ক্ষতিগ্রস্ত পরিবারটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]