বাগেরহাট প্রতিনিধি। আওয়ামী যুবলীগ নেতা শামীম মোল্লার মিথ্যা অপপ্রচার, জমি দখল এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল বাজারে এই কর্মসূচি পালন করেন, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, যুবলীগের প্রভাব খাটিয়ে শামীম মোল্লা ও তার পিতা সাইদ মোল্লা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলেই তারা মিথ্যা অপপ্রচার ছড়িয়ে এলাকাবাসীর মাঝে বিভ্রান্তি তৈরি করে এবং সন্ত্রাসী দিয়ে হামলার হুমকি দেয়।
ভুক্তভোগী শামীম হাওলাদার বলেন, আমার জমির পাশেই সাইদ মোল্লার জমি। সে একাধিকবার আমার জমি জোর করে দখলের চেষ্টা করেছে। ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ হলেও তারা কোনো সিদ্ধান্ত মানে না। বরং গতদিন যুবলীগ নেতা শামীম ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে আমাদের উপর হামলার চেষ্টা করে।
তিনি আরও বলেন, এই ঘটনার প্রতিবাদ করায় এখন আমাদের বিরুদ্ধে সামাজিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি শামীম ও তার পিতার দ্রুত বিচার ও গ্রেফতার চাই।
বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আতিয়ার শেখ বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল, যেটি মীমাংসার পর আমরা শান্তিপূর্ণভাবে জমি বুঝে দিই। কিন্তু এরপর শামীম মোল্লা ফেসবুকে আমাদের বিরুদ্ধে কটূক্তি করে এবং হামলা চালায়। স্থানীয়দের প্রতিবাদে তারা পালিয়ে যায়।
তিনি বলেন, শামীম মোল্লা দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট হাসিনার যুবলীগের নেতা হওয়া ক্ষমতার অপব্যবহার করে এলাকার খাল ঘিরে রেখেছে। তার সন্ত্রাসী কার্যকলাপ এলাকাবাসী আর মেনে নিতে পারছে না। আমরা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার গ্রেফতার দাবি করছি।
বিএনপির ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন বলেন, সাইদ মোল্লা এবং তার ছেলে যুবলীগ নেতা শামীম মোল্লা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর। তারা নিজেদের রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় অশান্তি সৃষ্টি করছে। নিষিদ্ধ ছাত্রলীগের বহিরাগত কর্মীদের এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিরিন বকুল বলেন, বিভিন্ন সময় সরকারি আমিন এনে জমি মেপে সঠিক সিদ্ধান্ত দিলেও সাঈদ মোল্লা ও তার পরিবার তা মেনে নেয় না। বরং সালিশের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তারা শালিশকারীদের হুমকি দেয়। আমাদের এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে। শামীম মোল্লা একের পর এক অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে দ্রুত আওয়ামীলীগের দোসর যুবলীগ নেতা শামীম মোল্লা ও সাইদ মোল্লার গ্রেফতার দাবি করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অবিলম্বে ব্যবস্থা না নিলে এলাকায় বড় ধরনের অশান্তি সৃষ্টি হতে পারে।