
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে জলাধার ভরাট করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল ৭ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর (ঘাগরা কাটা) এলাকায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ জরিমানা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর (ঘাগরা কাটা) এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে জলাধার ভরাট করে শ্রেণি পরিবর্তনের অপরাধে মালিকপক্ষকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় ড্রেজারের পাইপসমূহ বিনষ্ট করা হয়। অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অভিযানের সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল সহযোগীতা করেন।