ব্রাহ্মণপাড়ায় এক মাতালের কারাদন্ড।​

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:২৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:২৪:৩৮ অপরাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি করার অপরাধে বিল্লাল হোসেন (৪০) নামে এক মাতালকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (৭ আগষ্ট) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা এ কারাদন্ড দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলারশশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় ২০৫৯ নং পিলারের পাশে বাহাদুরের বাড়ির পাশে মৃত রহমত আলীর ছেলে বিল্লাল হোসেন মাদক খেয়ে নেশাগ্রস্থ হয়ে মাতলামি করে এবং আশেপাশের জনসাধারণের শান্তি বিনষ্ট করে।

এসময়  উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলে, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা উপস্থিত হয়ে মাতাল বিল্লাল হোসেনকে ১০ দিন কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। এ সময় সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]