পীরগঞ্জে ফ্লাইওভারের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু।​

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৬:২৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৬:২৯:৫৯ অপরাহ্ন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ফ্লাইওভারের উত্তরে মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।

আজ ৭ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল অনুমানিক ১১:৫০ মিনিটের সময় বগুড়া-রংপুর মহাসড়কের রংপুরমুখী লেনে ছোট মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর থেকে ছেড়ে আসা একটি ছোট কাভার্ড ভ্যান (পিকআপ), যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৫৪১৪১, বেপরোয়া গতিতে চলাকালীন অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে চালক বাইজিদ (২৩), পিতা: ইসরাফিল শেখ, সাং: উলুসারা, পোস্ট: সফিপুর, থানা: কালিয়াকৈর, জেলা: গাজীপুর এবংহেলপার মুশফিক (২২), পিতা: সোহেল বেপারী, সাং: পাইকশা, পোস্ট: দোহার, থানা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা- গুরুতর আহত হন।

দুর্ঘটনার, পরপরই বড়দরগাহ হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে, তবে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি রেকার দিয়ে সরানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]