তেলিয়াপাড়া চা বাগানে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত ও ঔষধি গাছ রোপণ উদ্বোধন করেন এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ ও এমডি জিয়াউল আহসান

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৫৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৫৫:৪৭ অপরাহ্ন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

ন্যাশনাল টি কোম্পানি সরকারি মালিকানাধীন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করণ ও ঔষধি গাছ রোপণ উদ্বোধন করলেন এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান। গত শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানের লেক বিভিন্ন প্রজাতি বিপুল পরিমাণ পোনা মাছ অবমুক্ত করেন। পরে চা বাগানে বিভিন্ন প্রজাতি ঔষধি গাছের চারা রোপণ করেছেন।


এসময় এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ বলেন, চা বাগানে লেকে  বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করা ও ঔষধি গাছের চারা রোপণ একটি চমৎকার পদক্ষেপ নিয়েছি। এই মাছের পোনা গুলো উৎপাদন বৃদ্ধি পাবে। তেমন অন্যদিকে পরিবেশের ভারসাম্য ও রক্ষা হবে এবং আমিষের চাহিদা পূরণ হবে। তিনি আরো বলেন, রুই, কাতলা, মৃগেল, ব্রিগেড ইত্যাদি অবমুক্ত করা হয়। লেকের ধারে ঔষধি গাছের চারা রোপণ করা হয়। যা পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি করে এবং ভেষজ ঔষধের চাহিদা মেটাতে পারে।


এদিকে এনটিসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান বলেন, রোগ নিরাময় জন্য বিভিন্ন প্রজাতি ঔষধি গাছ রোপণ করা হয় চা বাগানে। এই গাছ গুলো সাধারণত ভেষজ চিকিৎসায় ব্যহৃত হয়।   


পোনা মাছ অবমুক্ত ও ঔষধি গাছ রোপণ সময় উপস্থিত ছিলেন, এনটিসি ডিজিএম ও পাত্রখলা চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) রফিকুল ইসলাম, তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন, বাগানের স্টাফ ও সাংবাদিক বৃন্দ। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]