বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর জাহিদ সরদার গ্রেফতার।

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০১:৫৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০১:৫৯:৪৪ অপরাহ্ন
 
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি। 
 
বরিশালের বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সরদারকে (৫১) গ্রেফতার করা হয়েছে। 

 
থানা সুত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক মিন্টুর নরোত্তমপুর গ্রামের বাড়িতে বানারীপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদ হোসেন সরদারকে গ্রেফতার করে। রোববার (৩ আগস্ট) সকালে তাকে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে পূর্বের দায়েরকৃত একটি মামলার  অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

 
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিশেষ অভিযানে সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন সরদারকে গ্রেফতার করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]