আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক।
মাদারীপুরের কালকিনিতে উপজেলার কালকিনি ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২ আগস্ট) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর-৩ এর নির্বাচিত সংসদ সদস্য প্রার্থী মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসা শিক্ষাকে আরো যুগোপযোগী পাঠদানের মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা করন। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।