মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে সর্বজন প্রিয় টিউটর শিক্ষক সবুজ স্যারের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ডের চরডিগ্রী গ্রামের মৃত মোঃ জালাল হাওলাদেরর পুত্র সবুজ হাওলাদার (সবুজ মাষ্টার) গত বৃহস্পতি রাত আনুামিনক ১১টার দিকে মুলাদী বন্দরের মিনা মেডিকেল হলের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে লোকজন তাকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্টক জনিত কারনে সবুজ স্যারের মৃত্যু হতে পারে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১কন্যা সহ অসংখ্য গুনিজন রেখে গেছেন। এঘটনা জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পাবিবারিক সুত্রে জানাগেছে, সবুজ স্যার দীর্ঘদিন যাবত নানা শারীরীক অসুস্থতায় ভুকছিলেন। এর আগেও, তিনি কয়েকবার স্ট্রক করেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তার কাছে প্রাইভেট হাজার শিক্ষার্থী এবং মুলাদী বন্দরের ব্যবসায়ী বৃন্দ।