মায়ার জাদু কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জনের পর শোনা যাচ্ছে মায়ার জাদু ২ এর গুঞ্জন।

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৯:০৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৯:০৮:১২ অপরাহ্ন
 
রনি মিয়া, স্টাফ রিপোর্টার। বহু আলোচিত গান মায়ার জাদু কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জনের পর শোনা যাচ্ছে মায়ার জাদু ২ এর গুঞ্জন।

 
তথ্য বিস্তারের পর যানা গেছে যে, শুধু মাত্র টি আর টু মিডিয়াতে কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করে এছাড়াও অনলাইন প্লাটফর্মে গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গানটি লিখেছেন এসময়ের জনপ্রিয় লেখক তামভীর আহমেদ, গানটি সূর করেন রুমন দেওয়ান।

 
গানটি করেন, ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমি আক্তার সালমা ও শাহীন রানা এবং মিউজিক করেন শাহীন রানা, তবে এখানে শেষ নয় দীর্ঘ বিরতির পর গুঞ্জন শুনা যাচ্ছে মায়ার জাদু ২ এর।


টি আর টু মিডিয়ার লেখক ও প্রতিষ্টাতা তামভীর আহমেদ জানান, মায়ার জাদু ২ এ আছে বিরাট পরিবর্তন। শ্রোতারা পাবে ভিন্ন রকমের একটা স্বাদ। গানটিতে চমৎকার সূর ও কন্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও সালমা এবং মিউজিক করেছেন আহমেদ সজিব।


গানটি খুব শীঘ্রই সুন্দর একটি মিউজিক ভিডিও আকারে আসবে জনপ্রিয় ইউটিউব চ্যানেল টি আর টু মিডিয়াতে। গানটি প্রডিউস করেছেন মুনসুর আলী।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]