নিজস্ব প্রতিবেদক
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিটি কর্মী শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা একটি সমৃদ্ধ এবং শান্তির বাংলাদেশ গড়তে চাই। আর সেজন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমাদের জয়লাভ করতে হলে ঐক্যবদ্ধভাবে ৩১ দফা নিয়ে জনগনের কাছে যেতে হবে। তা বাস্তবায়িত হলে দেশের যে পরিবর্তন হবে, অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্বাধীনতা এবং অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে- জনগনের সাথে এ ব্যাপারে কথা বলতে হবে, বুঝাতে হবে।
তিনি বলেন, বিএনপি কখনোই জনগনের কাছ থেক বিচ্ছিন্ন ছিলনা। বরং নানা ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা জনগন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হতে পারেনি। জনগনই তাদের দেশছাড়া করেছে। ফয়সল চৌধুরী শুক্রবার বিকেলে বিয়ানীবাজারের ১নং আলীনগর ইউনিয়নের ব্রাহ্মনগ্রামে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আহমদ মেম্বারের সঞ্চালনায় অনুষ্টিত কর্মী সভায় সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, দেশ প্রেম, দেশের উন্নয়ন আর মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতির একমাত্র লক্ষ্য। আমাদের প্রতিটি কর্মী এ ব্যাপারে সচেতন এবং দায়িত্বশীল। তবে স্বৈরাচারের দোসরদের ব্যাপারে সতর্ক থেকে সবাইকে কাজ করতে হবে। কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মসরুর আহমদ, ১নং আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ জাহিদ, সদস্য আমিনুল ইসলাম রুনু প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো সেলিম উদ্দিন মেম্বার, সাধারন সম্পাদক কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবউদ্দিন, সাধারন সম্পাদক বাবরব আলী,সাংগঠনিক সম্পাদক ছানি, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনিপর সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক আজাদ,সাংগঠনিক সম্পাদক নিচন, ৫নং ওয়ার্ড বিএনিপর সিনিয়র সভাপতি রেহান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক লেদন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসনুর রহমান, সাধারণ সম্পাদক রেহান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করিম আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তুম আলী, সাধারণ সম্পাদক বাদল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সোহেল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুদু মিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ।
এছাড়াও বিয়ানিবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের ৯ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।