
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি:
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)'র ১,২ ও ৩ নং ওয়ার্ড কমিটি গঠন করা উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট) বিকেল ৪ টায় শিবপুর ইউনিয়নের সুইজগেট চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। শিবপুর ইউনিয়ন (বিজেপি)র আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির ভোলা জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন সিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর নূরনবী। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা জাতীয় পার্টি (বিজেপি)'র সাধারণ সম্পাদক আবুল বশার বুলবুল, সদর উপজেলা বিজেপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাছেদ বাচ্চু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মোকাম্মেল, সদর উপজেলা বিজেপি নেতা মোঃ মামুন, শাহ্ মোঃ শরিফ সহ শিবপুর ইউনিয়নের বিজেপির নেতৃবৃন্দ।
এসময় বক্তরা ভোলা জেলার রূপকার মরহুম নাজিউর রহমান মঞ্জু'র উত্তরসূরি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র হাতকে শক্তিশালী করার লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য বানিয়ে সংসদে পাঠানোর লক্ষ্যে সবাই একত্রিত হয়ে কাজ করতে আহ্বান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে ধারাবাহিক ভাবে ইউনিয়ন পর্যায় কমিটি গঠন প্রক্রিয়া চলছে।