বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত ৬ পুলিশ সদস্যকে রাজকীয় বিদায় সংবর্ধনা

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১০:৩২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১০:৩২:৫৯ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

অবসরে যাওয়া ৬ পুলিশ সদস্যের সম্মানে কুমিল্লার বুড়িচং থানায় এক রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। 


শুক্রবার (১ আগস্ট) বিকালে থানা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই রাকিবুল হাসান।


বিদায়ী পুলিশ সদস্যরা হলেন মন্সী জসিম উদ্দিন, কনস্টেবল মো. আবুল খায়ের, কনস্টেবল তৈয়ব আলী, কনস্টেবল মো. মোবারক হোসেন, কনস্টেবল আবদুল হক ও কনস্টেবল আবুল কালাম।


অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন এএসআই মো. আসাদ, এসআই জয়নাল আবেদীন, এসআই মো. নুরুল ইসলাম এবং কনস্টেবল আসাদ।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসআই নসরুল্লাহ, এসআই ফারুক আহমেদসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।


ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, আজ আমাদের প্রিয় সহকর্মীদের অবসরজনিত বিদায় দেওয়া হলো। তারা জীবনের গুরুত্বপূর্ণ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় অতিবাহিত করেছেন। আমরা আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। বিদায়ী পুলিশ সদস্যদের সম্মানে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]