
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা করিমপুর এলাকায় গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে নাসির উদ্দিন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করে।
পারিবারিক ও থানায় অপমৃত্যুর মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ চান্দলা করিমপুর এলাকার মৃত বজলু মিয়ার ছেলে নাসির উদ্দিন পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন, দীর্ঘদিন যাবত পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন রাতে তার পাশের বাড়িতে নির্মাণাধীন টিন সেট বিল্ডিং এর মধ্যে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই ডি এম এ মজিদ সঙ্গীয় ফোশ সহ নাসির উদ্দিনের লাশ উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পরে তার ভাই এরশাদ মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দাখিল করেন।