যশোর জেলা প্রতিনিধি মোঃ মানিক হোসেন।
দেশ-নেএী বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সোনালী অতীত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা রকিবুল ইসলাম বকুল ভাইয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বেনাপোল পৌর যুবদলে সেচ্ছাসেবকদল ছাত্রদল নেতৃবৃন্দ...উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যশোর জেলা যুবদলের যুগ্ন- আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব (ইমদাদুল হক ইমদাদ)।
০১ আগস্ট- শুক্রবার বিকাল ৫ টায় ভবের-বের জামে মসজিদে এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ও আরো উপস্থিত ছিলেন, সাবেক যশোর জেলা যুবদলের সদস্য.সাবেক বেনাপোল পৌর যুবদলের সিনিয়ার যুগ্ন- আহ্বায়ক- ও ০৩ নং বাহাদুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন- আহ্বায়ক, জনি হায়দার, আশরাফুল আলম মির্জা, বেনাপোল পৌর যুবদলের সদস্য-মফিজুর রহমান পিন্টু, সদস্য জিয়া রহমান, যুবনেতা- শাহিন, এয়ারআলী, জুয়েল, মানিক পুটখালী ইউনিয়নের যুবদলের নেতা জিয়া বিশ্বাস, লিটন, বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সদস্য, সোহাগ, রায়হান, ও বেনাপোল পৌর ছাএদলের সিনিয়ার যুগ্ন আহ্বাহক- তোফাজ্জেল হোসেন তুহিন, যুগ্ন- আহ্বায়ক- আতিকুর জামান, সনি যুগ্ন - আহ্বায়ক-তুহিন হোসেন সদস্য - মাসুম বিল্লাহ.মহাসিন আলী, শাওন ও যশোর জেলা ছাএদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি প্রমুখ। বেনাপোল পৌর যুবদল সেচ্ছাসেবকদল ছাএদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে-নেতা কর্মীদের মাঝে তাবারক বিতারণ করেন বেনাপোল পৌর যুবদল সেচ্ছাসবকদল ছাএদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে-নেতা কর্মীদের মাঝে তাবারক বিতারণ করেন বেনাপোল পৌর যুবদল সেচ্ছাসবকদল ছাএদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।