রুয়েট ছাত্র ছাত্রীদের মানববন্ধন।

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৭:০৮:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৭:০৮:২৮ অপরাহ্ন
 
মো: গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি।
 
 
রুয়েট ছাত্র ছাত্রীরা মানব বন্ধন করেছে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই ২০২৪ সালের অভ্যুত্থানের এক বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম সিন্ডিকেটে এখনো একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় সদস্য বহাল থাকায় শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুব্ধ। আওয়ামী লীগের পদধারী ব্যক্তির একাধারে সিন্ডিকেটে অবস্থান থাকা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
 
 
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও আওয়ামী দোসরদের প্রভাব থাকায় সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। এতে করে প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
 
 
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা ১২ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির অন্যতম ছিল পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে ইউনিক কোডিং সিস্টেম চালু করা। তবে এক বছর পেরিয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ দাবিটি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন।

 
মানববন্ধনে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই হবে।
 
 
পরিশেষে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]