মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রতিনিধিঃ রাজস্থলীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই মাসিক সমন্বয় সভায় ইসলামিক ফাউন্ডেশন রাজস্থলী শাখার ফিল্ড অফিসার মাওলানা আবু বক্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিল ফাউন্ডেশন রাঙ্গামাটি পার্বত্য জেলার ফিল্ড অফিসার খালেদ মোহাম্মদ শামসুল ইসলাম।
এতে ইসলামিক ফাউন্ডেশনের রাজস্থলী উপজেলা শাখার মডেল কেয়ার টেকার মাওলানা নুরুল হক, সাধারণ কেয়ার টেকার আলি আকবার, মাওলানা ইদ্রিসসহ সকল কেন্দ্রের পুরুষ ও নারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এই সমন্বয় সভায় উপজেলার সকল কেন্দ্রের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।