ফুলবাড়ীর পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট।

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:১৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:১৯:৩৩ অপরাহ্ন


মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি’র সমশের নগর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষদের সাথে মারপিট। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির সমশের নগর গ্রামের মোঃ বাদশা মন্ডল এর গত ২৭/০৭/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, রাজানগর মৌজার ৪১ শতক জমি দীর্ঘ ৬০ বছর ধরে বাদশা মন্ডল ভোগদখল করে চাষাবাদ করে আসছেন।


গত ২৭/০৭/২০২৫ইং তারিখে বাদশা মন্ডল বিকেলে জমিতে বনজ ও ফলজ গাছ লাগাতে গেলে একই গ্রামের প্রতিপক্ষ রেজাউল করিম, আব্দুল কুদ্দুস, জাকারিয়া, জিন্নাত উভয়ের পিতা: রজব আলী, জাকারিয়া জিন্নাত উভয়ে পিতা: রেজাউল করিম। তারা দলবদ্ধ হয়ে লাঠিশোটা নিয়ে জমিতে গিয়ে এলোপাথাড়ীভাবে মোঃ বাদশা মিয়াকে মারপিট করে এবং জমিতে লাগানো বনজ ও ফলজ গাছগুলি উপড়ে ফেলে। আহত অবস্থা স্থানীয় লোকজনের সহযোগীতায় ফুলবাড়ী হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।


অভিযোগে মোঃ বাদশা মিয়া জানান, তারা আমাকে একে পেলে আবারও মারপিট করবে বলে হুমকি দেন। এই ঘটনায় সুস্থ হয়ে মোঃ বাদশা মন্ডল ৪ জন কে অভিযুক্ত করে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]