রাজশাহী নগরীতে বাইসাইকেল-সহ গ্রেফতার চোর রুবেল

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১২:১৪:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১২:১৪:২৪ পূর্বাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বাইসাইকেল-সহ শহিদুল ইসলাম রুবেল (৩২), নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দিনগত রাত ১০টায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ সময়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাটখালী থানার মাসকাটাদিঘি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চোরাই বাইসাইকেলটি জব্দ করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই মোঃ মহিদউদ্দীন ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার চোর শহিদুল ইসলাম রুবেল, সে নগরীর বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকার মৃত রমজান আলীর ছেলে। রবিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।


তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গত (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরীর চন্দ্রিমা থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের সামনে বাইসাইকেল রেখে ভিতরে যান। পরে এসে দেখেন বাইসাইকেলটি নেই।


আশপাশে অনেক খোঁজা-খুজিঁ করে না পেয়ে তিনি চন্দ্রিমা থানায় একটি চুরি মামলা দায়ের হয়। অবশেষে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চোর রুবেলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী নগরীর মাসকাটাদিঘি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চোরাই বাইসাইকেলটি জব্দ করা হয়। রবিবার সকালে গ্রেফতার চোর রুবেলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]