
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আসামী ২৮ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বুধবার বিকাল ৫টার দিকে দিকে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাকসু নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে ২৮ জুলাই বেলা ৩টায় সিনেট ভবনে তফসিল ঘোষণা করা হবে এবং ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তফসিল পাওয়া যাবে। এর আগে বিকাল চ৪টার দিকে তফসিল ঘোষণার দাবিতে রাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূিচ শুরু করেন ইসলামী ছাত্রশিবির। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, নির্বাচন কমিশনারের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করছি। তফসিল ঘোষণার দিন আমরা সিনেট ভবনের সামনে অবস্থান করব বলেও জানান তিনি।