পাবনার ফরিদপুরে ইসছিন প্রামানকের ঘরে টাকা চুরি।

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১০:৫৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১১:০১:৩০ অপরাহ্ন

সুমন মন্ডল পাবনা- পাবনার ফরিদপুরে ডেমরা ইউনিয়নেরর পশ্চিমপাড়া (৫ নং ওয়ার্ডের) মোঃ ইসছিন প্রামানিকের। ঘরে টাকা চুরি করেছে। মোঃ জহিরুল প্রামানিক নামের এক ব্যক্তি পিতা মৃত্যু মোঃ ফজর প্রামানিক। ইসছিন প্রামানিক এর স্ত্রী মোছাঃ হাসনা খাতুন।


দৈনিক বাাংলার আলো নিউজকে জানান। আমার ঘরে জহিরুল প্রামানিক এসে। আমাকে বলে ওর ঘরে মাছ আছে। আমাকে আনতে বলে। আমি জহুরুলের ঘরে মাছ আনতে যাওয়ার পর। আমার টাকা নিয়ে জাই। এ বিষয়ে (৫নং ওয়ার্ড) মেম্বার মোঃ আব্দুল হান্নান কে জানালে। বিচার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।


এর আগে ও মোঃ আব্দুল মন্ডলের বাড়িতে টাকা চুরি করেন। এ বিষয়ে মোঃ জহিরুলর প্রামানিকের মোটো ফোনে ফোন দিলে। জহিরুলের স্ত্রী মোছাঃ বাসনা খাতুন। ফোন ধরে 
পরে বাসোনা খাতুন কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান। আমার স্বামী টাকা চুরি করে নাই। মোছাঃ বাসোনা খাতুন এ কথা বলার। পর দৈনিক বাংলার আলো কে মাস্তান ও মন্দভাষায় কথা বলেন।


এদিকে, মোঃ আব্দুল মন্ডলের ঘরের চুরির কথা বলে। স্ত্রী মোছাঃ বাসনা খাতুন। আমার স্বামীকে এসব মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালাচ্ছে পাড়া- প্রতিবেশী।


এ বিষয়ে ডেমরা ইউনিয়নের মানোবিক চেয়ারম্যান মোঃ জুয়েল রানা। ও (৫ নং ওয়ার্ডের) মেম্বার মোঃ আঃ হান্নান কে বিচার করার জন্য। দৃষ্টি আকর্ষণ করছে। মোছাঃ হাসনা খাতুন। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]