রাবিতে জুলাই বিপ্লবে হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডের মামলায় তিন কর্মকর্তা গ্রেফতার।

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৫৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১০:৫৪:১০ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জুলাই বিপ্লবে ছাত্র/জনতার উপর হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগর জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির উপস্থিতিতে মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ থেকে তাদের গ্রেফতার করে।


গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন: আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী হিসাব পরিচালক, হিসাব শাখা, রাবি। তিনি নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী মধ্যপাড়া এরাকার আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানার মামলা নং ৩/৩৮১, তারিখ: ০১/০৯/২০২৪। আমিনুল হক রাসেল, সহকারী হিসাব পরিচালক, হিসাব বিভাগ, রাবি, তিনি নগরীর বোয়ালিয়া থানার রাণীনগর এলাকার মোঃ রেজাউল হকের ছেলে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানার মামলা নং ১/৪৭, তারিখ: ০২/০৩/২০২৫। পঙ্কজ কুমার, সেকশন অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রাবি, তিনি একই থানার ষষ্ঠিতলা এলাকার মৃত অনিল চন্দ্র দে-এর ছেলে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানার মামলা নং ১/৪৭, ১৪/১১৯, তারিখ: ১২/০৫/২০২৫।


এ ব্যপারে জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির আহ্ধসঢ়বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, গত সপ্তাহে আমরা রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছিলাম। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেননি। তাই আমরা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছি। এরা সবাই মামলার আসামি, আওয়ামী লীগের সহযোগী।


রাজশাহী নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, পুলিশের গ্রেফতার অভিযানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রেফতারের পর তাদের মতিহার থানায় নেওয়া হয় এবং পরে তাদের বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।


বোয়ালিয়া থানা পুলিশ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করবে বলেও জানান ওসি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি ভালোভাবে জানা ছিল না।


যদি জানতাম যে তাদের অফিস থেকে জোর করে আনা হয়েছে, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখতাম। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে, বাইরের কাউকে নয়।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]