ভূমি সেবা সহায়তা কেন্দ্র নিয়োগে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৮:২৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৮:২৯:৪৬ অপরাহ্ন
 
 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ​


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে ভূমি সেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। 

 
উক্ত নিয়োগে অনিয়মের অভিযোগ এনে উপজেলার ভিটিদাউদপুর গ্রামের মোঃ কেফায়েত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। আরেক আবেদন প্রার্থী একেই এলাকার সফলা আক্তারও লিখিত অভিযোগ করে প্রতিবাদ জানান। নিয়োগটি যাচাই-বাছাই করে পূর্ণরায় যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদানের দাবী করা হয়।

 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আউলিয়া বাজার ইউনিয়ন ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি অনুমোদন হয়েছে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজারের স্যোসাল ইসলামী ব্যাংকের এজেন্টের মালিক মোঃ সাদেকুল ইসলাম ভূইয়ার নামে। তার আউলিয়া বাজারে কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। তার পিতা চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং  নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো ব্যবসার ট্রেড লাইসেন্স এবং নিজস্ব দোকান না থাকিলে ভাড়াটিয়া চুক্তি থাকতে হবে কিন্তু তার কোনটি নাই।

 
অভিযোগকারী মোঃ কেফায়েত উল্লাহ বলেন, আমি দীর্ঘ ৫/৬ বছর যাবৎ কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেট সুবিধাসহ আউলিয়া বাজারে অফিস নিয়ে স্থানীয় জনগণকে ভূমি বিষয়ক নানা সেবা প্রদান করে আসছি। আমার অফিসে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে সরেজমিনে তদন্ত করে একমাত্র আমি একক প্রার্থী হিসেবে যোগ্য বলে যাওয়ার পরেও কি কারনে নিয়মবহির্ভূত ভাবে অন্য এলাকার একজনকে নিয়োগ দিয়েছে সেটা বুঝে আসছে না।

 
এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অনিয়ম হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যা যোগ্যতা চাওয়া হয়েছে, সব আমার থাকলেও চম্পকনগর ইউনিয়ন আওয়ামী পরিবারের একজনকে কিভাবে নিয়োগ প্রদান করা হয়েছে সেটার তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।

 
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা বলেন, 'আমার জানামতে নিয়মনীতি মেনেই নিয়োগ প্রদান করা হয়েছে। তার পরেও অভিযোগ যেহেতু করেছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]