খানসামায় কৃষক ও শিক্ষার্থী কৃষি উপকরণ বিতরণ

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৭:৩৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৭:৩৪:০৮ অপরাহ্ন
 
 
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ ও ২০২৫-২৬ মৌসুমে দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আম, লেবু, নারিকেল, তাল, নিম, জাম ও কাঁঠালের চারা, মরিচ বীজ এবং গ্রীষ্মকালীন শাকসবজির বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

 
সোমবার (৭ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার রায়।

 
এদিন ৯৫০ শিক্ষার্থীর মাঝে নিম, কাঁঠাল, বেল ও জাম গাছের চারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২০০টি নারিকেল ও ১২০টি তালের চারা বিতরণ করা হয়। এছাড়া দুইশ কৃষককে আম গাছের চারা, মরিচ ও পেঁয়াজ বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৪টি এয়ার ফ্লো মেশিন কৃষকদের প্রদান করা হয়।

 
কৃষি আধুনিকায়ন ও পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এইজন্য কৃষকদের সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]