ফুলবাড়ী দৌলতপুরে জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫৫:৩১ অপরাহ্ন


মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি


ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির দৌলতপুর শিবপুর গ্রামে জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোঃ কাদের গংরা আজগর আলীর বাড়িতে ঢুকে জমি দখল করার চেষ্টা করে। আজগর আলীর স্ত্রী মোছাঃ মহছিনা বেগম বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ মোঃ কাদের, পিতা- মৃত বাবর উদ্দিন, মোঃ ইস্কেন্দার (৩৫), মোঃ সেকেন্দার (২৮), উভয়ের পিতা- কাদের, মোঃ তোফাজ্জল (৫০), পিতা- ময়েজ উদ্দিন, সকলের সাং- দৌলতপুর শিবপুর। তারা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে গত ০৩/০৭/২০২৫ খ্রি. তারিখে রাত্রি ৮ ঘটিকায় দৌলতপুর শিবপুর গ্রামে আজগর আলীর বাড়িতে ঢুকে জমি দখল করার চেষ্টা করে।


উল্লেখ্য যে, মোঃ আজগর আলী খয়েরবাড়ী মৌজার জে.এল নং- ৭৩, খতিয়ান নং- এসএ-৫৪৭, ডিপি নম্বর-১১২৫ ও ১১২৬, দাগ নং- এসএ ১১০৪, বিএস ১৩০১, রকম ডাঙ্গা,  ২০.৫ শতাংশ, দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে।


এই ঘটনায় প্রতিপক্ষ কাদের গংরা উল্লেখ্য, তারিখে মারপিট করে ৪০ হাজার পাঁচশত টাকা পকেট থেকে বের করে নেন ইস্কেন্দার এবং তার স্ত্রী’র গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়। যাহার মূল্য ৬৫ হাজার টাকা। মারপিটের ঘটনায় আজগর আলীর স্ত্রী মোছাঃ মহছিনা বেগম (৬২) মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঐ দিনেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এই ঘটনায় আজগর আলী ৪ জনকে বিবাদী করে ০৪/০৭/২০২৫ খ্রি. তারিখে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।


এ বিষয়ে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিব্বুল ইসলাম এর সাথে কথা বললে। তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]