রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় জুয়ার আসর হতে ০৩ জন জুয়ারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-

আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৩:৫০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৩:৫০:৩৩ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক​,

রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় জুয়ার আসর হতে ০৩ জন জুয়ারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-

“বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাসিনো এবং বিভিন্ন ধরণের জুয়া বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় ০৮ এপ্রিল ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন প্যারিস রোড এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে।

এরুপ সংবাদের ভিত্তিতে ০৮ এপ্রিল ২০২৫ তারিখ রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলার প্লেয়িং কার্ড (তাস)-০৮ সেট, মোবাইল-০৭ টি এবং জুয়ার নগদ-২৮,০০০/- টাকাসহ ০৩ জন জুয়াড়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলোঃ- ক। মোঃ রুবেল মিয়া (৩০) জেলাঃ- মুন্সিগঞ্জ খ। মোঃ ফোরকান (৪৫) জেলাঃ- বরগুনা গ। মোঃ শরিফুল ইসলাম (৩০) জেলাঃ- ফরিদপুর ৩। গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের জুয়ার আসর পরিচালনা করে জুয়া খেলে আসছিলো।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্লবী থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এরুপ জুয়া বিরোধী বিশেষ নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]