আরাগ আনন্দ পুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়ায় অনুষ্ঠান

আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০১:৩২:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০১:৩২:৩৫ পূর্বাহ্ন




মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী আরাগ আনন্দ পুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়ায় অনুষ্ঠান ৮ এপ্রিল মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আরাগ আনন্দ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান। 

এসময় শিক্ষক যথাক্রমে সহকারী শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ছলিমুল্লাহ, মোঃ কাদের, মোঃ কামরুল, মােঃ মাহাবুব, জুখেলা বেগম, জোসনা বেগম, শামীমা বেগম, অফিস সহকারী মোঃ আতিকুর  রহমান শামীম সহ ছাত্র /ছাত্রী  ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দশম শ্রেণির শিক্ষার্থী তাহিনা আক্তার। 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া-মুনাযাত পরিচালনা আরাগ আনন্দ পুর বাইতুল নূর মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুর রশিদ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]