বুড়িচংয়ে সাংবাদিক খোরশেদের ভাতিজা পানিতে ডুবে মৃত্যু!

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১১:২৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১১:২৫:৩১ অপরাহ্ন



সৌরভ মাহমুদ হারুন 

কুমিল্লার বুড়িচং উপজেলার দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সাংবাদিক কাজী খোরশেদ আলমের ভাতিজা আব্রাহাম নামে দুই বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

(৯ ডিসেম্বর ২০২৪) সোমবার সকাল ৯টার দিকে বুড়িচং সদর ইউনিয়নের হরিপুর দক্ষিণপাড়া খোরশেদ আলমের নিজ বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সাংবাদিক কাজী খোরশেদ আলমের ছোট ভাই রবিউল আলমের দ্বিতীয় পুত্র সন্তান আব্রাহাম খেলতে গিয়ে পরিবারের সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। নিখোঁজ শিশু আব্রাহামকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই শিশুকে স্থানীয়রা ভাসমান অবস্থায়  উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 আব্রাহামের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]