কাউখালীতে বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১১-০৫ ০৩:৩৪:৪৯
কাউখালীতে বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার আয়োজনে উত্তর বাজার দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাদের নিয়ে নির্বাচনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আহমেদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সিনিয়র বিএনপি নেতা শফিউল আজম দুলাল, গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী । এছাড়া অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মনোনীত প্রার্থী মনজুর সুমন বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। আমরা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের মধ্যে কোন মতানৈক্য থাকবে না। এখন থেকে আমরা সবাই ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে প্রচার করব। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচার করতে হবে। বিএনপি জনগণের জন্য জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করবে এই বাণীটি আমাদের ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স