ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ডের শুভ উদ্বোধন


আপডেট সময় : ২০২৫-১১-০৪ ১৯:৫২:৫৭
বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ডের শুভ উদ্বোধন বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ডের শুভ উদ্বোধন
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু 
 পঞ্চগড় প্রতিনিধি 


পঞ্চগড় জেলার সীমান্ত উপজেলা তেতুঁলিয়ার বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে এ ফ্ল্যাগস্ট্যান্ডের উদ্বোধন করা হয় এক অনাড়ম্বর কিন্তু গর্বময় অনুষ্ঠানের মাধ্যমে।

বাংলাবান্ধা স্থলবন্দরের প্রবেশপথের পাশেই স্থাপিত এই বিশাল ফ্ল্যাগস্ট্যান্ডে প্রতিদিন উড়বে লাল-সবুজের জাতীয় পতাকা—যা এখন থেকে হবে বাংলাদেশের উত্তর প্রান্তের এক নতুন গৌরবচিহ্ন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, “এই ফ্ল্যাগস্ট্যান্ড শুধু ইস্পাত-গড়া এক স্থাপনা নয়; এটি তেতুঁলিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ এবং দেশের প্রতি গর্বের প্রতীক।”

বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পর্যটকদের আকর্ষণ বাড়াতে ও জাতীয় পতাকার মর্যাদা তুলে ধরতেই এই ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয় স্থানীয় কারিগরি সহায়তায়।

এমন উচ্চতায় স্থাপিত পতাকা উত্তর প্রান্তের আকাশে প্রতিদিন নতুন করে ছড়িয়ে দেবে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা-এমনটাই আশা করছেন এলাকাবাসী।V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ