ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে অপহরণ বিএনপি নেতা গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-১১-০৩ ১৫:৪৩:১২
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে অপহরণ বিএনপি নেতা গ্রেফতার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে অপহরণ বিএনপি নেতা গ্রেফতার
 
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে এক নারীকে অপহরণ অভিযোগে মামলায় লিয়াকত উল্লাহ লুসান নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। ওই বিএনপি নেতা উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক। তিনি গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।


 
জানা যায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টায় গোপালপুর ইউনিয়নের স্থানীয় এক বিদ্যালয় থেকে শিক্ষিকা বাড়ি ফেরার পথে গোপালপুর বটেতল নামক জায়গায় লিয়াকত উল্লাহ সহ ৭-৮ জন জোরপূর্বক মারধর করে মাইক্রোবাসে তুলে নেন। ওই মাইক্রোবাসে শিক্ষিকা গুরুতর আহত হলে তিনি চিৎকার করেন। পরে তাকে পদাগঞ্জ বাজারের পাশে মাইক্রো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি আহত হোন। বদরগঞ্জ থানায় এসে লিয়াকতউল্লাহ লুসানকে প্রধান করে অজ্ঞাত পাঁচজনসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। সেই মামলায় বিএনপি নেতা লিয়াকত উল্লাহকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করে পুলিশ।
 
 
মাইক্রোবাস চালক সাহেবুর রহমান (৩৫)বলেন, 
লুশান নামে এক বিএনপি নেতা প্রোগ্রামের কথা বলে আমার মাইক্রোবাসটি ভাড়া নেয়। পরে তিনি এক শিক্ষিকাকে জোর পূর্বক মাইক্রো বাসে তুলে নেয়।
 

এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, লিয়াকত উল্লাহ লুসানকে পুলিশ গ্রেফতার করেছে বিষয়টি আমি জানতে পেরেছি। কি কারণে গ্রেফতার করেছে আমার জানা নেই। তারপরও খোঁজ খবর নিয়ে যদি সে দোষী হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়া হবে। 
 
 
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক মুঠোফোনে বলেন, লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছে। তাকে গ্রেফতারের বিষয় আমার জানা নেই।
 
 
গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল রহমান বকুল বলেন, লুশানের বিরুদ্ধে দল যদি ব্যবস্থা না তাহলে দলের অনেক ক্ষতি হয়ে যাবে। এর জন্য উপজেলা বিএনপি শীর্ষ দুই নেতা দায়ী থাকবে।

 
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, শিক্ষিকার দায়ের করা অপহরণ মামলায় লুশান নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ