রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া কারিকরপাড়া দোতলা মসজিদে চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে যে কোন সময় অজ্ঞাত চোরের দল মসজিদের দান বাক্স ভেঙে নগদ টাকা-পয়সা, সৌর বিদ্যুতের ব্যাটারি, মাইক সেটসহ মসজিদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়।
জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে ফজরের নামাজ শেষে ইমাম ও মুসল্লিরা মসজিদ বন্ধ করে চলে যায়। যুহরের নামাজের প্রস্তুতির সময় দেখা যায় দান বাক্সটি ভাঙা এবং ব্যাটারি ও মাইক সেটসহ বেশ কিছু জিনিসপত্র উধাও হয়ে গেছে। এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে মসজিদ প্রাঙ্গণে ভিড় জমায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এই চুরির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মসজিদ কমিটির সদস্যরা জানান, চুরি যাওয়া সামগ্রীর মূল্য আনুমানিক ৭০ হাজার টাকার মতো হবে।
এদিকে, ধর্মীয় প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা মসজিদের নিরাপত্তা জোরদার ও রাত্রীকালীন পাহারার ব্যবস্থা করার দাবি তুলেছেন।