স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন, জমিয়তে ওলামায়ের মনোনয়ন প্রাপ্ত মাওলানা হারুন অর রশীদ ফারুকী, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপি নেতা মজনু খন্দকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন, গন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম আকন্দ (কল্যাণ), ফুটবলার তাপস, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম খান শান্তি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ।
জেলা প্রশাসক গোল্ড কাপকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
কেন্দুয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক বলেন, জেলা প্রশাসক গোল্ড কাপকে সফল করতে আসরা সবাই বদ্ধপরিকর। পাশাপাশি কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি পুনর্গঠনের জোর দাবি তুললে সভাপতির বক্তব্যে ইউএনও আপাতত কমিটি গঠনে অপারগতা প্রকাশ করেন।তবে আসন্ন খেলা পরিচালনার জন্য ইউএনওর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন, কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ-মাধ্যম কর্মীবৃন্দ।