মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
ভোরের কুয়াশায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শরতের শেষে শীতের আগমনী বার্তা নিয়ে আগমন ঘটে হেমন্তের। আকাশ থাকে মেঘ মুক্ত। যদিও এবার আকাশ এখনো মেঘ মুক্ত হয়নি। মাঠে মাঠে দেখা যাচ্ছে কৃষকের সোনালী ধান। ধানের পাতায় পাতায় দেখা যাচ্ছে শিশির কণা। আর কিছু দিন পরেই ঘরে ঘরে শুরু হয়ে যাবে আনন্দের ছোঁয়া। শীতের এ সময় বাংলার মানুষের হৃদয়ে ছড়িয়ে দেয় এক অবর্ণনীয় শান্তি ও সোন্দর্য। কাঁচা পাকা ধান, দূর্বা ঘাসের ও ধানের পাতায় প্রতিটি শিশির কণা যেনো এক অন্যরকম অনুভুতি।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, হেমন্ত আসলেই আমরা জানতে পারি আর কিছু দিন পরেই আমাদের মাঝে নবান্ন আসছে।