ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ , ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাচনমহল বিএনপির দোয়া মাহফিল


আপডেট সময় : ২০২৫-০৮-১৬ ১৬:৫৬:৫৫
বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাচনমহল বিএনপির দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাচনমহল বিএনপির দোয়া মাহফিল
 
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) মাগরিবের নামাজের পর স্থানীয় ভবানীপুর বাজারসংলগ্ন সড়কে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নাচনমহল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ খলিলুর রহমান খলিল। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা মোঃ জুয়েল রানা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচনমহল ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কবির হোসেন মোল্লা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোঃ মামুন খান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ খোকন হাওলাদার, যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ কবির মোল্লা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মনির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মিঠু প্রমুখ।

বক্তব্যে কবির হোসেন মোল্লা বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সতেরো বছর ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারী হাসিনা সরকার তাকে মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাবন্দি করে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন, আমরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
 
এসময় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মঞ্জু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ