কেন্দ্র দখল করে নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন রুখে দিতে হবে - আতাউর রহমান সরকার
কেন্দ্র দখল করে নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন রুখে দিতে হবে - আতাউর রহমান সরকার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও বি-বাড়ীয়া: -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো.আতাউর রহমান সরকার বলেছেন, জামায়াত জনগণের ভালোবাসা অর্জন করতে চায়। একটি দল প্রশাসনের দূর্বলতার সুযোগে কেন্দ্র দখল করে নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন রুখে দিতে দেশের জনগণকে প্রস্তুত হবার আহবান জানাচ্ছি।
তিনি আজ সকাল ৯টায় ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম, উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শাহীন, মনিরুল ইসলাম প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, বাংলাদেশের জনগণের আশা-আকাংখার বিপরীতে বিগত ৫৪ বছরে ক্ষমতায় থাকা দলগুলো গড়ার চেয়ে ভাঙ্গনের লিপ্ত ছিলো বেশি।যার দরুন আমাদের প্রিয় জন্মভূমি সেভাবে গড়ে উঠেনি। এ মুহুর্তে প্রয়োজন রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ গড়া। একমাত্র আল্লাহ আইন ও সৎ লোকের শাসন কায়েম হলেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। এছাড়া জনাব আতাউর রহমান সরকার বিনাউটি ইউনিয়নের বিভিন্ন বাজারে দিনব্যাপী গণসংযোগ করেন,চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার পূর্বে মুসুল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আলোচনা রাখেন।
কসবা পৌরসভায় অগ্রসর কর্মীদের শিক্ষা বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা পৌরসভার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক স্থানীয় কার্যালয়ে পৌর সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা রাখেন বি-বাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার, বি-বাড়ীয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের সাবেক আমীর দ্বীন ইসলাম ভুইয়া।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স