ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে আজ বিকেলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কুদ্দুসের সভাপতিত্বে ও এবং ইসলামী ছাত্রআন্দোলন মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মামুন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শূরা সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, সুনামগঞ্জ ১ আসনে দলীয় মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুফতি ফখর উদ্দিন।
সমাবেশে বক্তারা, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার প্রতিষ্ঠা, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন ও চাঁদাবাজি বন্ধ, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে জনমত গঠনের আহ্বান জানান।
পরিশেষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম মধ্যনগরবাসীকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।