ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে জাতীয় যুব দিবস পালিত


আপডেট সময় : ২০২৫-০৮-১২ ২২:৫৯:২০
নাইক্ষ্যংছড়িতে জাতীয় যুব দিবস পালিত নাইক্ষ্যংছড়িতে জাতীয় যুব দিবস পালিত
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ প্রযুক্তি নির্ভর  যুবশক্তি" বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।
 
এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার  (১২ আগস্ট) নাইক্ষ্যংছড়িতে জাতীয় যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। যুব দিবস উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা নতুন ভবনের, মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী'র সভাপতিত্বে ও যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো: শাহাবউদ্দিন এর পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রশাসক মো: মাহাবুব ইলাহীসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। 
যুব দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যে বলেন, দেশে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ।

অন্তবতর্তী সরকার এই বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে যুব ও যুব মহিলাদের আত্মবিশ্বাস, একাগ্রতা ও ধৈর্য্য নিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে। পরে অনুষ্ঠানের সভাপতি ইউএনও ১১জনকে ১০ লক্ষ ৭০ হাজার টাকা যুব ঋণের চেক ও বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের সনদ বিতরণ করেন। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ