ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চারঘাট স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৮-১২ ২২:৪৮:২৮
চারঘাট স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার চারঘাট স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে মোঃ মিনহাজ উদ্দিন (২০), নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১১ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টায় চারঘাট থানাধীন ইউসূফপুর সিপাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার- মোঃ মিনহাজ উদ্দিন (২০), সে চারঘাট থানাধীন ইউসূফপুর সিপাইপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে। সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, নিখোঁজ নাবালিকা ইউসূফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। সে স্কুলে যাওয়ার পথে মিনহাজ প্রতিনিয়ত নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলে যাওয়া-আসার সময় হুমকি ও প্রাণনাশের ভয়-ভীতি দেখাতো। বিষয়টি তার পরিবারকে জানা মিহাজের আরো ক্ষিপ্ত হয়ে ছাত্রীর ক্ষতি করার পায়তারা করে।

গত ৩০ জুলাই সকাল পৌনে ৯টায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী হতে রওনা হলে চারঘাট থানাধীন ইউসফপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে দুইজন আসামীর সহায়তায় মিনহাজ বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে বানেশ্বর দিকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর মা চারঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার রাত সাড়ে ৩টায় ইউসূফপুর সিপাইপাড়া এলাকা থেকে অপহরণকারী মিনহাজকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে অপহরণকারী মিনহাজকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চারঘাট থানা পুলিশ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ