ব্রাহ্মণপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আপডেট সময় :
২০২৫-০৮-১২ ২২:১৬:৩৩
ব্রাহ্মণপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গত ১২ই আগস্ট (মঙ্গলবার) দুপুরে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করেন ব্রাহ্মণপাড়া বন্ধন সোসাইটি চেঞ্জার।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী জসিম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইসলামী ইউনিভার্সিটি এর সহযোগী অধ্যাপক এড. ডঃ মোবারক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া বন্ধন সোসাইটি চেঞ্জার এর প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আমির হোসেন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তার, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ভূঁইয়া, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও ছাত্র প্রতিনিধি মাসুদ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন, ছাত্র শিবির নেতা ওমর সানিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ১২৪ জনের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করেন অতিথি বৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স