জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে সনদ প্রদান ও চেক বিতরণ
আপডেট সময় :
২০২৫-০৮-১২ ২২:১১:৪৩
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে সনদ প্রদান ও চেক বিতরণ
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি। “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
১২ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন। তিনি বলেন, “বর্তমান যুগে প্রযুক্তি-নির্ভর দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা সম্ভব নয়। আমাদের যুব সমাজকে সৎ, কর্মঠ ও উদ্ভাবনী হতে হবে।”
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “যুব সমাজই দেশের শক্তি। তারা যদি সঠিক দিকনির্দেশনা পায়, তবে জাতি আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।”
এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জামায়াত নেতা মো. আব্দুল আউয়াল, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি মো. নুরুল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, ছাত্র প্রতিনিধি আরিফ আহমেদ মাহাদী ও মো. রিফাত হোসেন, বুড়িচং ও জাগো নারী যুব সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা।
অনুষ্ঠানে ২০ জন যুবক ও যুব মহিলাকে সনদ প্রদান করা হয় এবং ১২ জনকে মোট ৯ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স