রাজস্থলীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
আপডেট সময় :
২০২৫-০৮-১২ ২২:০৩:৩৩
রাজস্থলীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙ্গামটি) প্রতিনিধিঃ "প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সরকার ৪ হাজার ৯৮৫ জন যুবক যুবতিকে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋন দেওয়ার ঘোষণা দিয়েছে গত ১১ আগষ্ট সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে যুব উন্নয়নের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।
তার অংশ হিসাবে রাজস্থলী উপজেলায় ১৭ জন যুবক যুবতীদের মাঝে ৮ লক্ষ টাকা ঋনের চেক দেওয়া হয়। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানের সঞ্চালনায় এবং রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সেক্রেটারি মোঃ রেজাউল করিম, রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান রুবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুবক-যুবতী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স