ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বপন কুদ্দুসের দ্বন্ধ,সোবাহানকে নিয়ে ভাবছেন জনগন

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৮-১২ ২০:১৪:৫৯
স্বপন কুদ্দুসের দ্বন্ধ,সোবাহানকে নিয়ে ভাবছেন জনগন স্বপন কুদ্দুসের দ্বন্ধ,সোবাহানকে নিয়ে ভাবছেন জনগন

বিশেষ প্রতিনিধিঃ স্বপন কুদ্দুসের দ্বন্ধ ও দাম্ভিকতার কারনে দলের নেতা কর্মীদের ভিতর অস্হিরতা বিরাজ করছে। স্বপন জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা ও আকন কুদ্দুস দলের সহ - সাংগঠনিক পদে নিয়োযিত থেকে উভয়েই বরিশাল -১ আসন থেকে নির্বাচনের কথা ভাবছেন।

 
অপরদিকে একই আসন বরিশাল -১ সোবাহানকে নিয়ে ভাবছেন ওই এলাকার সাধারণ মানুষ। তারা সংঘাত চায়না শান্তি চায় আর এই শান্তির কথা চিন্তা করে দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন মানেই এক কথায় বলতে গেলে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল - ১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত আপোষহীন নির্ভীক নেতা যিনি ১ এগারোর মত ভয়া বহ দূর্যোগ পরিস্থিতিকে মোকাবেলার মধ্য দিয়ে আগৈল ঝাড়া গৌরনদীর মানুষকে আগলে রেখে ধানের শীষকে বুকে ধারন করে দুর্বার গতিতে এগিয়ে চলছিলেন তাকে নিয়েই ভাবছেন তারা। আর ওই দুই নেতার দন্ধ ও দাম্ভিকতার ফসলই হবেন ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান আর এই ফসল ভোগ করবেন ওই এলাকার সাধারণ মানুষ এমনটাই মনে করছেন তারা।

 
১১ আগষ্ট ২০২৫ ইং বরিশালের কথা আঞ্চলিক পত্রিকার শিরনামে স্বপন কুদ্দুসের দন্ধের কথা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় দলের অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এর ফলশ্রুতিতে কেউবা আবার মুখ ঘুরিয়ে সোবাহানকে বেঁচে নিয়েছে বলে এমনটি লক্ষ করা গেছে। 

 
কেউ আবার বলেন, দূ-র্দিনের ধানের শিশের কান্ডারি হিসাবে নিরালোশ ভাবে মাঠে কাজ করে গেছেন তিনি তার স্বার্থের কথা না ভেবে দলকে ভাল বেশে দল ও এ দেশের মাটি মানুষের কথা ভেবে তাদের পাশে থেকে নিরালোশ কাজ করে গেছেন তিনি। কোন দন্ধ ফ্যাসাতে জরান নাই তিনি তাই তাকে বেছে নিয়ে বাকি দিন গুলিতে তার হয়ে কাজ করে যাবেন তারা। 


কেউ আবার দেশের দূ -র্দিনের চরম অবস্থায় অর্থাৎ এক এগারোর সময় নিজকে ভাল রাখার জন্য নিজের কালো টাকাকে ধরে রাখার জন্য বা নিজের পিট বাঁচাতে দল ও দেশের মানুষের সাথে বেইমানি ও বিশ্বাস ঘাতকতা করে নিজের অবস্থানকে টিকিয়ে রাখতে নিজের দলের সাথে চরম বিশ্বাস ঘাতকতা করতে বিন্দু পরিমার কুন্ঠিত বোধ করেন নাই। তারা এখন মঞ্চে দাড়িয়ে মনোনয়ন পেতে নিজ স্বার্থ রক্ষার জন্য মধুর কন্ঠে কথা বলে বেড়ায়। এরাই দলের দু-র্দিনে দলের জন্য কাল সাপ হয়ে দারাবে বলে মনে করছেন তারা। তাই এই সকল মির জাফর থেকে দুরে থাকার জন্য দলের হাইকমান্ডের প্রতি ঔদ্ধত্য আহবান জানান তারা। 


তাদের নেতা আবদুস সোবহান দেশর চরম অবস্থায় সব বাঁধা বিপত্তিকে অতিক্রম করে তার গৌরনদী - আগৈলঝাড়ার লোকজনকে সাথে নিয়ে নিরালোষ ভাবে কাজ করে দৃষ্টান্ত রেখে গেছেন। বারং বার জেল খেটেও বিচলিত হন নাই তিনি।

   
২০০৮ ইং জাতীয় সংসদ নির্বাচনে এলাকার  চিহ্নিত বিএনপির কেন্দ্রীয় এক নেতার আর্শিবাদভ্রষ্ট কতিপয় ধানের শীষ মার্কার সমর্থিত লোকজন তাকে (সোবহান) নির্বাচনে হারাতে সর্বচ্ছ মাঠে কাজ করে গেছেন। তার ভিতর থেকেও আমাদের নেতা আবাদুস সোবহান গৌরনদী - আগৈলঝাড়া থেকে ৭৫ হাজারের অধিক ভোট পেয়েছেন। দলের সাথে বেইমানি ও বিশ্বাস ঘাতকতা না করা হলে তাদের ধানের শীষ মার্কার নেতা আবদুস সোবাহান নির্বাচনে ব্যাপক ভোটের ব্যাবধানে বিজয় সু- নিশ্চিত হতেন বলে মনে করছেন তারা।


এ সকল সুযোগ সন্ধানী লোকজন এখন মনোনয়ন পেতে বিভিন্ন কৌশল অবলম্বন করে ভিন্ন সুরে কথা বলছেন। 

 
তারা এখন মনোনয়ন পেতে দলের উচ্চ পর্যায়ের নেতাদের দারে ঘুরঘুর করছেন। ওই সকল জাতীয় বেইমান দের প্রত্যাখান করে দুর্দিনের কান্ডারীদের মনোনয়ন দিয়ে দেশ ও দলকে বাঁচতে দলের হাইকমান্ডারের প্রতি সু- দৃস্টি কামনা করছেন ভুক্তভোগী বিএনপিসহ সাধারণ মানুষ। 

 
দুর্দিনে কান্ডারী দলের কেন্দ্রীয় ধানের শিশ প্রতিকের বরিশাল - ১ আসনের নেতা আবদুস সোবাহান দেশের চরম ক্রান্তি লগ্নেও দল ও দেশের মানুষের কথা ভেবে নিজের স্বার্থকে বিসার্জন দিয়ে দেশের মানুষের কথা ভেবে নিরালোশ ভাবে কাজ করে গেছেন। তাই তাদের বিশ্বাস আগামি দিনেও এর চেয়েও বেশি দল ও এদেশের মাটি মানুষকে ভাল বেশে কাজ করে যাবেন তিনি। এমনি ধারনা করছেন গৌরনদী - আগৈলঝাড়া এলাকার লক্ষ্য হাজার মানুষ। 


তার (সোবহান) সৌহার্দ্য পু:র্ন আচরণ বাচন ভঙ্গি, দয়াশিলতা, বিচক্ষণতা, দানশীলতাকে দেখে তাকে মহা মানব বলে আক্ষায়িত করে বলেন, আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানের বিকল্প গৌরনদী - আগৈলঝাড়ায় অন্য কিছু চিন্তা করা যাবেনা, তারা বেশি কিছু ভাবতে চাননা, তারা উন্নয়ন মানেই ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানকে ভাবছেন। 

 
তাই বিএনপির হাই কমান্ড সব দিক বিবেচনা করে তাকে (সোবাহানকে) বরিশাল -১ আসন থেকে মনোনয়ন দিলে সাধারণ মানুষের কষ্ট দুর্দশা লাঘব ও রাস্তা ঘাটের উন্নয়ন সহ সকল প্রকার সুযোগ সুবিদা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্তসহ দলের ভাবমূর্তি রক্ষা  হবে বলে এমনি বিশ্বাস করেন গৌরনদী - আগৈলঝাড়ার লক্ষ্য হাজার মানুষ।


ওই এলাকার মানুষের দলিয় হাই কমান্ডারের প্রতি একটাই দাবি তাদের আপোষ হীন দুঃর্দিনের কান্ডারী সৎ সাহসী নির্ভীক নেতা আবদুস সোবাহানকে বরিশাল -১ গৌরনদী - আগৈলঝাড়া আসনে মনোনয়ন দিয়ে গৌরনদী - আগৈলঝাড়া মানুষের ভাগ্যের উন্নয়ন সহ দলকে সমৃদ্ধশালী করে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করবেন বলে বিশ্বাস করেন এবং তাদের নেতা আবদুস সোবাহানের মনোনয়নের বিকল্প অন্য কিছুই চিন্তা করছেননা তারা।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ