কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, পিরোজপুরের জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নিজ গ্রাম সম্পর্কে জানি শীর্ষক পরীক্ষা।
পরীক্ষা শেষে ফলাফলের ভিত্তিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিজের গ্রাম, ইউনিয়ন, উপজেলার ইতিহাস, সাংস্কৃতি, জনপদ ও পরিবেশ সম্পর্কে সম্যক ধারণ রাখে। এই পরীক্ষার মাধ্যমে শিশুদের মাঝে জন্মস্থান সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে।
এ উপলক্ষে দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সদর ইউনিয়নের কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ইউ আর সি পরিদর্শক মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার রূপালি।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।